ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে থেকে বিশ্রাম পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ওয়ানডে থেকে বিশ্রাম পেলেন কোহলি ছবি: সংগৃহীত

ভারতের তারকা জুটি আনুশকা-কোহলি এখনও বিয়ের দিন-তারিখ নির্ধারণ করেননি। তবে, খুব শিগগিরই যে তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তা রটে গেছে। ডিসেম্বরে বিয়ের কারণেই কি ভারতের আসন্ন সিরিজে নিজের নাম রাখতে ‘না’ করেছিলেন ভারতের তিন ফরমেটের দলপতি কোহলি?

এমন প্রশ্ন কোহলি ভক্তদের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক কোহলিকে।

তার জায়গায় এই সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে ছুটি চান কোহলি। বোর্ডও বর্তমান দলপতিকে নিয়ে মাথা ঘামায়নি। কোহলির কথামতো তাকে বিশ্রামের ছলে ছুটি দিয়েছে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। সোমবার ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ আরেকজন- পেসার সিদ্ধার্থ কাউল।

শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন কোহলি। শেষ টেস্টের জন্য দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিত রেখেছে ভারতের নির্বাচকরা। বিশ্রাম নেওয়া শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমার দলের সঙ্গে যোগ দেবেন। তবে, ওয়ানডে সিরিজে আবারো বিশ্রাম দেওয়া হয়েছে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডে ওয়ানডেতে ফিরেছেন।

ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।