ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘দেশের জন্যই মোস্তাফিজ দ্রুত কামব্যাক করুক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
‘দেশের জন্যই মোস্তাফিজ দ্রুত কামব্যাক করুক’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চার ওভারে দিয়েছেন ৪৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে দিতে পারেন যে কোনো বোলার। কিন্তু বোলারের নাম যদি হয় মোস্তাফিজুর রহমান তাহলে আশ্চার্যই লাগবে যে কারো কাছে?

হ্যাঁ খুলনা টাইটান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে খেলা মোস্তাফিজ এই রান দিয়েছেন।

বড় বিস্ময় হয়ে আসা সেই মোস্তাফিজ কোথায় হারালেন? বিপিএলে শুরু থেকে খেলা হয়নি ইনজুরির কারণে।

যে দুটি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত তাতে নিজের ছায়া হয়েই ছিলেন তিনি।

তবে এই দুঃসময়ে মোস্তাফিজ পাশে পেয়েছেন ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার ক্যাপ্টেনকে। সেদিনের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এখন জাতীয় দলে তার সতীর্থ। বিপিএলেও দুজন খেলছেন একই দল রাজশাহী কিংসে।

সোমবার ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এতে মোস্তাফিজের অনুজ্জ্বল পারফরম্যান্সের কথা উঠতেই তাকে আড়াল করতে চাইলেন মিরাজ।

মিরাজ বলেন, 'আমরা সবাই জানি মোস্তাফিজ টপ ক্লাস বোলার। সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। তাই হঠাৎ করে ভালো করতে পারবে না। দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি নিয়ে ফিরেছে সে। এরপর অনেকদিন বোলিংয়ের ওপর ছিল না। তাই কামব্যাক করতে সময় লাগবে। '

'আমরা চাই সে তাড়াতাড়ি ভালো হয়ে ফিরুক, কামব্যাক করুক। কারণ সামনে জাতীয় দলের খেলা আছে। বিপিএল ছাড়াও জাতীয় দলের অনেক ম্যাচ আছে। এটাই আমাদের শেষ না। সামনের সিরিজগুলোতে যেনো সে ভালোভাবে খেলতে পারে। সে যতো দ্রুতই কামব্যাক করবে দেশের জন্য ততোই ভালো। '-যোগ করেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।