ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাপকে খুব ভয় পান ড্যারেন স্যামি!

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সাপকে খুব ভয় পান ড্যারেন স্যামি! মিরাজ ও ড্যারেন স্যামি / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: তার সামনে বিশ্বের বাঘা বাঘা বোলাররাও খাবি খায়। কবজির জোরে এক একটা বল আছড়ে ফেলেন গ্যালারিতে। কখনওবা মাঠের বাইরে। ভয়ডরহীন শট খেলার জন্য যার খ্যাতি ক্রিকেট বিশ্বে সেই ড্যারেন স্যামি ভয় পান সাপের ছোবলের ডামি দেখতেও। আসল সাপের ছোবল তো দূরের কথা!

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটারের সাপ ভীতির কথা ফাঁস করলেন তারই বিপিএলের দল রাজশাহী কিংসের সাবেক সতীর্থ এবারে রংপুর রাইডার্সের হয়ে খেলা নাজমুল ইসলাম অপু।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে রংপুর রাইডার্স।

সিলেট সিক্সার্সের বিপক্ষে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অপু। ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

প্রতি উইকেট পাওয়ার পর অপুকে দেখা গেছে দুই হাত উঁচিয়ে সাপের ছোবলের মতো করে উদযাপন করতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা রংপুর রাইডার্সের বাহাতি স্পিনারের কাছে তাই প্রশ্নটা ওঠলো।

এভাবে উদযাপনের রহস্য কি? একগাল হাসি নিয়ে তার জবাব, ‘গতবার রাজশাহী কিংসের হয়ে খেলার সময় ড্যারেন স্যামিকে এভাবে সাপের ছোবল দেখালে সে খুব ভয় পেত। ওখান থেকেই আসলে শুরু। হঠাৎ করে ম্যাচে একদিন এটি হয়ে গেল। এরপর থেকে খেলতে খেলতে এভাবে উদযাপন করি। ’

জয়টা খুব দরকার ছিল জানিয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের ও সিলেটের উভয়েরই জয়টা দরকার ছিল। আমরা জেতার চেষ্টা করেছি। হয়ে গেছে। ’

দলে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামদের মতো বড় নাম থাকার পরেও বোলারদের দায়িত্ব নিতে হচ্ছে ব্যাটিং করে দলকে জেতাতে-এটা কেনো হচ্ছে এমন প্রশ্নে দলের পরিকল্পনার কথাই বললেন নাজমুল ইসলাম অপু।
 
‘আমাদের প্ল্যানই হলো প্রথমে অ্যাটাক করা, ‘তারপর মাঝখানে ধরে খেলা। পরে আবার অ্যাটাক করা। আর হয়তো সবাই ভালো করতে পারছে না। আসলে একদিন একেকজন ভালো করছে। ইনশাআল্লাহ সবাই ছন্দে ফিরবে দ্রুত। ’
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।