ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গেইল থাকার পরও মাশরাফিকে অ্যাটাক করতে বলেছিলেন টম মুডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
গেইল থাকার পরও মাশরাফিকে অ্যাটাক করতে বলেছিলেন টম মুডি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: রংপুর রাইডার্সকে আরও একটা ম্যাচ জেতালেন ‘ব্যাটসম্যান’ মাশরাফি বিন মর্তুজা। আগের ম্যাচে চিটাগং ভাইকিংস উড়ে গেছে তার ১৭ বলে ৪২ রানের ম্যাচজয়ী ইনিংসে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট সিক্সার্সের বিপক্ষে তো একেবারে ম্যাচ শেষ করে ফিরেছেন ১০ বলে ১৭ রান করা মাশরাফি।

দিনশেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা নাজমুল ইসলাম অপুর কাছে জানতে চাওয়া হলো, মাশরাফি যখন ব্যাটিংয়ে থাকেন দল তখন কতটা নির্ভার থাকে।

এমন প্রশ্নে অপুর ভাষ্য, ‘মাশরাফি ভাই একটা প্ল্যান নিয়ে খেলেন।

মাশরাফি ভাই এখন টাচে আছেন। ভালো হচ্ছে তার ব্যাটিং। গত ম্যাচেই তো ক্রিস গেইল উইকেটে থাকার পরেও কোচ টম মুডি মাশরাফি ভাইকেই অ্যাটাক করতে বলেছিলেন। তিনি বলে দিয়েছিলেন যতক্ষণ মাশরাফি ভাই উইকেটে থাকবেন ততক্ষণ তিনিই অ্যাটাক করবেন। ক্রিস গেইল স্ট্রাইক নেবে না। ’

কোচের এমন পরিকল্পনার রহস্যটাও অবশ্য জানালেন অপু, ‘কারণ ক্রিস গেইল উইকেটে থাকলে বিপক্ষের প্রতিটি বোলারই চাপে থাকেন এই ভেবে-কখন কি হবে, কখন কি হতে পারে। তাই ক্রিস গেইল উইকেটে থাকুক আর মাশরাফি ভাই অ্যাটাকিং করুক সেটাই চেয়েছিলেন কোচ। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।