ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে আম্পায়ারের ভুলে ৭ বলে ওভার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বিপিএলে আম্পায়ারের ভুলে ৭ বলে ওভার! ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট সির্ক্সাসকে চার উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবারের (২৮ নভেম্বর) ম্যাচটিতে ৭ বলে ওভার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার! যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নামা রংপুরের ইনিংসে সিলেট পেসার কামরুল ইসলাম রাব্বির করা ১৬তম ওভারে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে। ৬ বল শেষেই আম্পায়ার মাহফুজুর রহমানকে ওভার শেষ হওয়ার কথা জানান কামরুল।

থার্ড আম্পায়ারের সাহায্য নিলেও সেখান থেকেও আরেকটি বল করার নির্দেশ আসে। ভাবা যায়! সিক্সার্স ক্যাপ্টেন নাসির হোসেন সঙ্গে সঙ্গে আপত্তি জানালেও ৭ বল করেই ওভার শেষ করতে হয় কামরুলকে।

ছবি: সংগৃহীতকামরুলের ওই বলটি থেকে ১ রান নেয় রংপুর। ওভারটিতে আসে ১০।  শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাশরাফির দল।

আম্পায়ের এমন অভাবনীয় ভুলের বিষয়টি সিলেটের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে জানানো হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।