ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের বেতন আরও বাড়াতে চান কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নিজেদের বেতন আরও বাড়াতে চান কোহলি ছবি:সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দেশটির ক্রিকেটারদের চুক্তি গত ৩০ সেপ্টেম্বরই শেষ হয়েছে। নতুন চুক্তির ব্যাপারে আগামী শুক্রবার দিল্লিতে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি। সঙ্গে আরও থাকবেন সাবেক অধিনায়ক  মাহেন্দ্র সিংহ ধোনি ও কোচ রবি শাস্ত্রী।

ভারতীয় দলের ক্রিকেটারদের পক্ষ থেকে অধিনায়ক ও সাবেক অধিনায়ক নতুন চুক্তিতে বেতন আরও বাড়ানোর প্রস্তাব দেবেন বলে জানা যায়।

বিসিসিআইয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, ক্রিকেটাররা যে বেতন বৃদ্ধি চাইছে সেটা সবাই জানে।

আর সেই দাবিই জানাবেন কোহলিরা। বোর্ডের শীর্ষকর্তা বিনোদ রাইয়ের মুখোমুখি হবেন এই ইস্যুতে।  

এর আগে গত সেপ্টেম্বরেই বিশাল অঙ্কের টেলিভিশন চুক্তি করেছে বিসিসিআই। যে কারণে প্লেয়াররা তাদের বেতনেও বৃদ্ধি চাইছে। সঙ্গে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের টানা খেলা নিয়েও মুখ খুলেছিলেন কোহলি।

বিসিসিআই এর এক সূত্র বলেন, ‘সব বিষয়ে স্বচ্ছতা থাকাটা প্রয়োজন। কোহালি এবং টিমের যে কেউ তাদের মতামত জানাতে পারে বোর্ডের কাছে। ’

এই মুহূর্তে জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কোহালিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন টপ গ্রেডে।  বিনোদ রাই বলেন, ‘আমরা নতুন করে সাজাচ্ছি যেখানে ক্রিকেটারদের সঙ্গে আমরা আলোচনা করতে পারব। দু’পর্বে আমাদের আলোচনা হয়ে গিয়েছে। দিল্লি টেস্টের আগে আর একবার এই নিয়ে আলোচনা হবে। ’ টানা খেলা নিয়ে কোহালি সমালোচনাকেও সমর্থন করেছেন তিনি।

বিসিসিআই এ বছরই কোহলিদের বার্ষিক চুক্তিতে পারিশ্রমিকের অঙ্ক দ্বিগুণ করেছে। কিন্তু বোর্ডের আয় বিবেচনায় ভারতীয় অধিনায়ক ক্রিকেটারদের বেতন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন।  

তিনটি গ্রেডে ভাগ করে ক্রিকেটারদের বেতন দিয়ে থাকে বিসিসিআই। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বছরে এক কোটি টাকা পান। ‘বি’ ক্যাটাগরি ৫০ লাখ এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।