ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেট নয় রান কম দেওয়া ছিল অনিকের লক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
উইকেট নয় রান কম দেওয়া ছিল অনিকের লক্ষ্য ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: শেষ ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদ রান আউট না হলে হয়তো অভিষেকেই পাঁচ উইকেট পাওয়ার কীর্তি গড়তেন। ‘দুর্ভাগ্যজনক’ সেটা না হলেও শেষ-মেশ যে বোলিং ফিগারটা দেখাচ্ছে সেটাও স্বপ্নের মতোই-তিন ওভার দুই বলে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট।

কিন্তু তিনি কাজি অনিক বলছেন উইকেটের চেয়ে-কম রান দেওয়াই ছিল তার লক্ষ্য। ড্যারেন স্যামির আরও একটা দুরন্ত ব্যাটিং, মোস্তাফিজুর রহমানের ‘ফিরে আসার’ ম্যাচেও বিস্ময়কর পারফরম্যান্সে তাদের ছাপিয়ে আলোচনায় আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর পেসার যেনো সংবাদ সম্মেলনে আরও বিস্ময় উপহার দিলেন।

এই পারফরম্যান্সের পর নিজের কেমন অনুভূত হচ্ছে এমন প্রশ্নে কাজি অনিকের জবাব, ‘অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্স ভালোই লাগছে। আমি এরকইম চেয়েছিলাম। তবে উইকেটের চেয়ে রান আটকানোই ছিল আমার লক্ষ্য। যতো কম রান দিতে পারি সেটাই লক্ষ্য ছিল। কারণ উইকেট তো ভাগ্যের ব্যাপার। মূল চিন্তা ছিল রান কম দেওয়া। ’

কাজি অনিক তার এমন পারফরম্যান্সের রহস্য জানালেন এভাবে, ‘সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেলে ভালো কিছু করাই ছিল লক্ষ্য। তাই অনুশীলনে নিজেকে সেভাবে প্রস্তুত করে নিয়েছি। ’

প্রথমদিকে কিছুটা নার্ভাস ছিলেন জানিয়ে এই বাহাতি পেসার বলেন, ‘লাইভ ম্যাচ। তার ওপর হাজারো দর্শক।  আর বিপিএলের মতো টপ ক্লাস টুর্নামেন্টে বল করা। সবমিলিয়ে কিছুটা নার্ভাস ছিলাম শুরুতে। তবে পরে নিজেকে বলেছি-‘‘আমার কাজটি আমি করি। ’’

শুধু অনিক নন, বিপিএলে তার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন আরও একজন। তিনি অনিকের বাবা। নাজমুল হোসাইন শান্ত আর আফিফ হোসাইনের সুযোগ পাওয়ায় তার সেই আশা আরও দানা বাধে। মনে মনে এটাও বলে রেখেছিলেন সুযোগ পেলে ভালো কিছু করবে ছেলে।

কাজি অনিকের আকার ইঙ্গিতে বলা কথাগুলোর ভাষা এমনই। তবে ম্যাচ শেষে এখনও বাবার সঙ্গে কথা হয়নি তার।

 ‘আব্বু অপেক্ষায় ছিলেন। জানিনা আব্বুর ফিলিং কেমন হচ্ছে। তবে এতোটুকু বুঝছি আব্বু অনেক খুশি হয়েছেন। আর অভিষেকে চার উইকেট পাওয়ায় হয়তো বেশিই খুশি লাগছে তার। ’-যোগ করেন অনিক।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৭
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।