ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ফাইনালে না গেলে ভালো খেলার মানে নেই’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
‘ফাইনালে না গেলে ভালো খেলার মানে নেই’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৩ সালের বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের কোচ ছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন বানান তিনি। ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের কোচ হয়ে দলকে এলিমিনেটর রাউন্ড পর্যন্ত নিয়ে যান। এবারে কুমিল্লার কোচ তিনি।

সেমি ফাইনালে নয়, তার শিষ্যদের নিয়ে আরেকবার শিরোপার স্বপ্ন দেখছেন দেশ সেরা এই কোচ। তার মতে, যদি ফাইনাল খেলা না যায় তাহলে লিগ পর্যায়ে ভালো খেলে কোনো লাভ নেই।

শুক্রবার (১ ডিসেম্বর) কুমিল্লার এই কোচ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘কুমিল্লার সাথে আমার আলাদা কোনো ক্যামেস্ট্রি নেই। টিম ভালো খেলছে। আমি যতবার বিপিএলে কোচিং করিয়েছি, ততবারই অন্তত সেমিফাইনাল খেলেছি। সুতরাং এখন পর্যন্ত কুমিল্লার হয়ে যা করেছি, তাকে খুব বড় কোনো সাফল্য মনে করি না। যদি ফাইনালে না যেতে পারি, তাহলে লিগ পর্যায়ে ভালো খেলার কোনো লাভ নাই। ’

তিনি আরও বলেন, ‘বিপিএলে কোচিং করাতে হলে তো চাপ থাকবেই। আমি প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না। আমার দল নিয়ে চিন্তা করি। বাইরে আসলে কী হচ্ছে, কোচ হিসেবে সেটায় আমার মনোযোগ না দিলেই হয়। মাঠের খেলায় মনোযোগ দিলেই মনে হয় ভালো হয়। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। শিষ্যদের প্রসঙ্গ উঠতেই সালাহউদ্দিন জানান, ‘আমি চেষ্টা করি নিজের ছেলেরা যাতে নিজেদের সেরাটা দিয়ে খেলে, সেটা নিশ্চিত করতে। দলের সবার মধ্যেই ভালো খেলার ধারাবাহিকতা আছে। তাই সেরা একাদশ সাজানো সহজ হয় আবার কঠিনও হয়। কোচিং করানোটা কঠিন, কারণ সবাই প্রফেশনাল। আবার সবাই যেহেতু সব জানে, কোচ হিসেবে কাজটা তাই সহজ। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।