ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ চারের লক্ষ্যে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
শেষ চারের লক্ষ্যে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জিতলেই এক ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ চার নিশ্চিত। পরের রাউন্ডে উঠতে স্যামিবিহীন রাজশাহী কিংসও জয় ভিন্ন কিছু ভাবছে না। বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

শনিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরে ফেরে টি-টোয়েন্টির উত্তেজনা। শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯৭ রানে (এবারের আসরের সর্বনিম্ন স্কোর) অলআউট করেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে শীর্ষস্থানধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

টানটান উত্তেজনায় রূপ নেওয়া লো-স্কোরিং ম্যাচটিতে ৬ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়োল্লাসে মাতে ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।

রংপুর জিতে গেলে রাজশাহীর জন্য হতো ‘মাস্ট উইন গেম’। সেক্ষেত্রে ঢাকার কাছে রাজশাহী হারলে আজই চূড়ান্ত হয়ে যেত শেষ চার। ঢাকার সঙ্গে পরের রাউন্ডে উঠে যেত মাশরাফির রংপুর।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক ড্যারেন স্যামিকে পাচ্ছে না রাজশাহী।

গত ১৮ নভেম্বর টুর্নামেন্টে দু’দলের মধ্যকার প্রথম দেখায় বড় জয় পেয়েছিল ডায়নামাইটস। ২০২ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ৬৮ রানে হেরে যান মুশফিকরা। তাই রাজশাহীর সামনে মধুর প্রতিশোধ নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জ।

সাত দলের পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ পয়েন্ট পিছিয়ে খুলনা টাইটান্স। ১১ পয়েন্টে তিনে ঢাকা ডায়নামাইটস। চার নম্বরে থাকা রংপুর রাইডার্সের সংগ্রহ ১০। তলানির তিন দল যথাক্রমে রাজশাহী কিংস (৮), সিলেট সিক্সার্স (৭) ও চিটাগং ভাইকিংস (৫)। চিটাগংয়ের আর কোনো সুযোগ নেই। রাউন্ড রবিন পর্বে প্রত্যেকের আর দু’টি করে ম্যাচ বাকি। শীর্ষ চারটি টিম পা রাখবে পরের রাউন্ডে। যা ইতোমধ্যেই নিশ্চিত করেছে খুলনা ও কুমিল্লা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।