ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগং ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই তলানির দল সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। ইতোমধ্যে ব্যাটিংয়ে নেমেছে চিটাগং। দু’দলের আগের দেখায় চিটাগং জয় পেয়েছিল।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর একটায় শুরু হয়।

সাত দলের মধ্যে সিলেটের অবস্থান ষষ্ঠস্থানে হলেও এ ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কেননা লিগের বাকি দুটি ম্যাচে জয় পেলে, পাশপাশি রংপুর রাইডার্স যদি শেষ দুই ম্যাচে হেরে যায়। তবে শেষ চার নিশ্চিত করে প্লে-অফ খেলতে পারবে দলটি।

অন্যদিকে চিটাগংয়ের এবারের মৌসুমে আর কোনো আশাই নেই। ১০ ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া দলটি সবার শেষে। কিন্তু আশা শেষ হয়ে গেলেও জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক লুক রঞ্চি। এছাড়া আগের দেখায় সিলেটের বিপক্ষে চলমান আসরের সর্বোচ্চ স্কোরের (২১১) রেকর্ড গড়ে জিতেছিল দলটি।

চিটাগং ভাইকিংস: লুক রঞ্চি, সৌম্য সরকার, ইরফান সুকুর, সিকান্দার রাজা, স্টিয়ান ভ্যান জেল, লুইস রিসে, রায়াদ এমরিট, তানবির হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।

সিলেট সিক্সার্স: আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ রিজওয়ান, রস হোয়াইটলি, শরীফুল্লাহ, সোহেল তানভির, কামরুল ইসলাম রব্বি, আবুল হাসান, নাবিল সামাদ।

 বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।