ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শন মার্শের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
শন মার্শের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

দিবারাত্রির অ্যাশেজে দ্বিতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ড ৪১৩ রানে পিছিয়ে। স্বাগতিক অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ইনিংস ঘোষণার আগে ৮ উইকেট হারিয়ে তোলে ৪৪২ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ইংলিশরা তুলেছে ২৯ রান।

ইংলিশ ওপেনার মার্ক স্টোনম্যান ১৮ রান করে সাজঘরে ফেরেন। ১১ রানে অপরাজিত ওপেনার অ্যালিস্টার কুক এবং তিন নম্বরে নামা জেমস ভিঞ্চ ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ওপেনার ক্যামেরুন ব্রানক্রফ্ট ১০ এবং ডেভিড ওয়ার্নার ৪৭ রান করেন। এছাড়া, তিন নম্বরে নামা উসমান খাজা ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন। দলপতি স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৪০ রান। ৩৬ রান করেন পিটার হ্যান্ডসকম্ব।

২৩১ বলে ১৫টি চার আর একটি ছক্কায় ১২৬ রান করেন শন মার্শ। অপরাজিত থাকেন তিনি। মাঝে টিম পেইন ৫৭ রান করে সাজঘরে ফিরলেও প্যাট কামিন্স করেন ৪৪ রান। ১০ রানে অপরাজিত থাকেন নাথান লিওন।

ক্রেইগ ওভারটন তিনটি, স্টুয়ার্ট ব্রড দুটি আর জেমস অ্যান্ডারসন-ক্রিস ওকস একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।