ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জয়ে স্বস্তিতে মিথুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
জয়ে স্বস্তিতে মিথুন রংপুর রাইডার্সের খেলোয়াড়দের উল্লাস। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: রংপুর রাইডার্সের জার্সি গায়ে বিপিএলের চলতি আসরের শুরু থেকেই নিয়মিত রান ধরা দিচ্ছিলো মোহাম্মদ মিথুনের ব্যাটে। কিন্তু একটিতেও ফিফটির দেখা পাননি। কোনো ম্যাচে ফিরেছেন ২৩ রানে, কোনোটিতে ২৫, ২২ আবার কোনো ম্যাচে চলে গিয়েছেন হাফ সেঞ্চুরির খুব কাছে (৪৪)।

রোববার (৩ ডিসেম্বর) খুলনা টাইটান্সের বিপক্ষে তার ব্যাটে অবশেষে সেই কাঙ্খিত ফিফটি ধরা দিয়েছে। তবে শুধু ৫০ রানই এদিন মিথুনের ব্যাটিংয়ের উল্লেখযোগ্য অংশ ছিলো না।

শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ছিলেন অপরাজিত। যা রংপুরকে ১৪৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে সাহায্য করেছে। আর তাতেই স্বস্তিতে রংপুর মিডল অর্ডার।

‘আমি টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু ভালো ব্যাটিং করছিলাম এবং প্রতিটি ম্যাচই আমার ভালো যাচ্ছিলো। নিজের মধ্যে একটা ব্যাপার কাজ করছিলো যে আমাকে শেষ করতে হবে। ২৫, ৩০ করে আউট হয়ে যাই এটা খুব একটা ধরা হয় না। ওখান থেকে চেষ্টা করেছি। অবশ্য প্রতিটি ম্যাচেই চেষ্টা ছিলো। অবশেষে আজকে সফল হলাম। ’

রোববার (৩ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিথুন এসব বলেন।

শুধু নিজের ৫০ রানেই তার স্বস্তির মূল কারণ নয়। স্বস্তি মিলেছে জয়েও। কেননা রিয়াদদের বিপক্ষে ১৯ রানের জয়ে তারা উঠে গেছেন টুর্নামেন্টের শেষ চারে।

তিনি বলেন, `আমরা প্রথম থেকেই আসলে দল হিসেবে খেলেছি। বিদেশিদের উপর নির্ভর করে খেলিনি। আমাদের প্রতিটি খেলোয়াড়ই সমান অবদান রেখেছে। ’

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৭
এইচএল/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।