ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লড়াইটা এখন ঢাকা-খুলনা-রংপুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
লড়াইটা এখন ঢাকা-খুলনা-রংপুরের লড়াইটা এখন ঢাকা-খুলনা-রংপুরের-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার কোনো খেলা নেই। প্লে-অফের আগে লিগে আর মাত্র চারটি খেলা বাকি রয়েছে। যদিও ইতোমধ্যে শীর্ষ চার দল হিসেবে কুমিল্লা, ঢাকা, খুলনা ও রংপুর প্লে-অফ খেলা নিশ্চিত করে রেখেছে। তবে শীর্ষ দুই দলে থাকার লড়াইয়ে কুমিল্লা ছাড়া অন্যরা সেরাটা দেওয়ার চেষ্টায় মাঠে নামবে।

বিপিএলের নিয়ম অনুযায়ী প্লে-অফের প্রথম চার দলের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ‘এক’-এ খেলবে। তাদের মধ্যে যে জিতবে সে দল সরাসরি ফাইনালে পৌঁছাবে।

আর যে দল হারবে তাদের আরও একটি সুযোগ থাকবে।  

তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনিটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে ‘দ্বিতীয়’ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কোয়ালিফায়ার ‘এক’-এ হারা দলটি। সেখানে জিতেই ফাইনালে দ্বিতীয় দল হিসেবে একটি দল পৌঁছাবে।

অর্থাৎ প্রথম দুই দল হিসেবে লিগ শেষ করতে পারলে ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ রয়েছে। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচ বাকি রেখে শীর্ষস্থানে জেকে বসেছে। দুটি ম্যাচে হারলেও ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স তামিম ইকবালের কুমিল্লাকে ধরতে পারবে না।

ফলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে থাকা যথাক্রমে ঢাকা, খুলনা ও রংপুরকে মূলত দ্বিতীয়স্থান নিয়েই লড়াই করতে হবে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ৩৯তম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ও খুলনা। এ ম্যাচ জিতলে ঢাকাকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসবে মাহমুদউল্লাহ’র খুলনা। দিনের অপর ম্যাচে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস নামবে। ইতোমধ্যে এই দুই দল বাদ পড়ায় তাদের খেলায় কোনো প্রভাব পড়বে না।

বুধবার (০৬ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার রংপুর। এ ম্যাচে যদি ঢাকা জয় পায় তবে হয়তো খুলনাকে ফের পেছনে ফেলে দ্বিতীয়স্থানে চলে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দু’দলের জয়, পরাজয় ও পয়েন্ট সমান হলেও বর্তমান নেট রান রেটে ঢাকা এগিয়ে।

এদিকে দ্বিতীয়স্থানে ওঠার সুযোগ থাকছে বর্তমানে চতুর্থস্থানে থাকা রংপুরেরও। ঢাকার বিপক্ষে যদি তারা জয় পায়, আর আগের দিনের ম্যাচে যদি কুমিল্লার বিপক্ষে খুলনা হেরে যায়, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার ‘এক’-এ কুমিল্লার প্রতিপক্ষ রংপুরই হবে।

লিগের শেষ ম্যাচটি কুমিল্লা ও সিলেট সিক্সার্সের। ইতোমধ্যে সিলেট বিদায় নেওয়ায় এ ম্যাচেরও কোনো প্রভাব পড়বে না।

এক নজরে শেষ চার দলের পয়েন্ট টেবিল:
১ নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ ম্যাচে ১৬ পয়েন্ট
২ নম্বরে ঢাকা ডায়নামাইটস ১১ ম্যাচে ১৩ পয়েন্ট
৩ নম্বরে খুলনা টাইটান্স ১১ ম্যাচে ১৩ পয়েন্ট
৪ নম্বরে রংপুর রাইডার্স ১১ ম্যাচে ১২ পয়েন্ট

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।