ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ব্যাটিংয়ে অন্য উচ্চতায় চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
লঙ্কান ব্যাটিংয়ে অন্য উচ্চতায় চান্দিমাল ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে কম ইনিংস খেলে ১০টি সেঞ্চুরির কীর্তি গড়লেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। দিল্লি টেস্টে ভারতের ৫৩৬ রানে প্রথম ইনিংস ঘোষণার জবাবে চাপের মুখে দলের হাল ধরেন তিনি।

চান্দিমালকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাবেক দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস। শতক হাঁকিয়ে অবশ্য ইনিংসটিতে আর লম্বা করতে পারেননি।

ব্যক্তিগত ১১১ রানে অশ্বিনের বলে সাহার গ্লাভসে ধরা পড়েন। ৭৫ রানে তিন উইকেট হারানোর পর ম্যাথুসের সঙ্গে চান্দিমালের জুটিতে আসে ১৮১। দলীয় স্কোর তখন ২৫৬।

তৃতীয় দিন শেষে ১৮০ রানে পিছিয়ে লঙ্কানরা। হাতে ১ উইকেট। ১৩০ ওভারে সংগ্রহ ৩৫৬। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে এক প্রান্ত আগলে রেখে ৩৪১ বলে ১৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন চান্দিমাল।

চান্দিমালের এটি ৮০তম টেস্ট ইনিংস (৪৪ টেস্টে)। এর আগে দ্রুততম ১০ সেঞ্চুরির মালিক ছিলেন থিলান সামারাবীরা। দুই অঙ্কের সেঞ্চুরি সংখ্যা স্পর্শ করতে তিনি ৮৪টি ইনিংস খেলেছিলেন।

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। কলকাতা টেস্ট ড্রয়ের পর নাগপুরে ইনিংস ব্যবধানে হারের হতাশা ভুলে দিল্লির ফিরোজ শাহ কোটলায় লড়াকু মনোভাব নিয়ে খেলছে সফরকারীরা। প্রথম ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ২৮ বছর বয়সী দিনেশ চান্দিমাল।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।