ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেই ফিরছেন সাউদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
দ্বিতীয় টেস্টেই ফিরছেন সাউদি ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টেই ফিরছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। প্রথম টেস্টে ক্যারিবীয়দের পেস বোলিংয়ে দারুণ ভোগানোর পর হ্যামিল্টনে সাউদির ফেরা দলের জন্য আরও কার্জকর হবে। এর আগে সন্তান জন্মের সময় স্ত্রীকে সময় দেওয়ার জন্য ওয়েলিংটন টেস্টে ছিলেন না ডানহাতি এ পেসার।

আগামী বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাউদির। যেখানে হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে রোববার।

সাউদির পরিবর্তে প্রথম টেস্টে নেওয়া হয়েছিল জর্জ ওয়ার্কারকে। তবে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। আর সাউদি ফেরায় ওয়ার্কারকে ঘরোয়া টুর্নামেন্ট ফোর্ড কাপের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড: 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টম ব্ল্যান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।