ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা, বিশ্রামে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা, বিশ্রামে মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি তারকাখচিত রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ৪১তম ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি সাকিব আল হাসান।

এ ম্যাচে রংপুরের নেতৃত্ব ব্রেন্ডন ম্যাককালামের কাঁধে। বিশ্রামে মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি ছাড়াও বিশ্রাম পেয়েছেন ক্রিস গেইল, জিয়াউর রহমান, চামারা কাপুগেদারা, নাজমুল ইসলাম, সোহাগ গাজী ও ইসুরু উদানা। একাদশে ফিরেছেন রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, এবাদত হোসেন, জনসন চার্লস, অ্যাডাম লিথ ও স্যামুয়েল বদ্রি।

ঢাকা একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্ট, সাদমান ইসলাম ও নাদিফ চৌধুরীর জায়গায় খেলছেন মেহেদী মারুফ, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ আমির ও এভিন লুইস।

এবারের আসরে দু’দলের প্রথম দেখায় জয় পায় রংপুর। গত ২১ নভেম্বরের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হার মানে ঢাকা।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স।

শীর্ষস্থানধারী কুমিল্লার বিপক্ষে খুলনা টাইটান্সের জয়ে শীর্ষ দুইয়ে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায় রংপুরের। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকার সামনে হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে। রংপুরকে হারাতে পারলে নেট রান রেট সুবিধায় দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা। অন্যদিকে, ডায়নামাইটসকে হারিয়ে তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করতে চোখ রাখছে রাইডার্স।  সেক্ষেত্রে প্লে-অফে ঢাকার বিপক্ষেই খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।

চার দলের পয়েন্ট যথাক্রমে ১৬, ১৫, ১১, ১২। পূর্ণ ১২টি ম্যাচ শেষ করেছে খুলনা। ১১ ম্যাচ খেলা কুমিল্লার নাম্বার ওয়ান পজিশন সুনিশ্চিত।  শীর্ষ দু’টি টিম সরাসরি ফাইনালের লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দলও শিরোপা নির্ধারণীতে পা রাখতে পারে। তার আগে তিন ও চার নম্বরের মধ্যকার এলিমিনেটর ম্যাচ জয়ীদের চ্যালেঞ্জ সামলাতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।