ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটকে ১৭১ রানের টার্গেট দিল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
সিলেটকে ১৭১ রানের টার্গেট দিল কুমিল্লা ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। নিরুত্তাপ এ ম্যাচে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট। যেখানে নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৭০ রান করে কুমিল্লা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়। দু’দলের প্রথম ম্যাচে সিলেট জয় পেয়েছিল।

কুমিল্লার ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বিশ্রামে থাকায় ওপেন করতে নামা জস বাটলার তিন রানেই ফিরে যান। সাত করে প্যাভিলিওনে ফেরেন ইমরুল কায়েস। তবে তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার লিটন দাশ ও মারলন স্যামুয়েলস।

লিটন ৪৩ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় সর্বোচ্চ ৬৫ করে আউট হন। ৪৩ বলে পাঁচটি চারও দুটি ছক্কায় ৫৫ করেন স্যামুয়েলস। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৮ করে অপরাজিত থাকেন অধিনায়কের দায়িত্বে থাকা শোয়েব মালিক।

সিলেট বোলারদের মধ্যে একটি করে উইকেট পান নাবিল সামান, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও রস হুইটলি।

এ ম্যাচটি নিরুত্তাপই বটে, কেননা এ ম্যাচ ছাড়াই আসরের শীর্ষস্থান থেকে লিগ পর্ব শেষ করছে কুমিল্লা। পাশাপাশি এ ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের পঞ্চমস্থান থেকে ওপরে উঠতে পারবে না সিলেট।

এ ম্যাচে কুমিল্লার নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বিশ্রামে থাকায় তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। এছাড়া সলোমান মায়ার ও মেহেদি হাসান রানার পরিবর্তে নেওয়া হয়েছে লিটন দাশ, মোহাম্মদ সাইফুদ্দিন ও হাসান আলীকে।

আর সিলেট দলে একটি পরিবর্তন হয়েছে। আবুল হাসানকে সরিয়ে মোহাম্মদ শরিফকে নেওয়া হয়েছে।

সিলেট একাদশ: মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), রস হুইটলি, সোহেল তানভির, মোহাম্মদ শরিফ, কামরুল ইসলাম রব্বি, শরিফুল্লাহ, নাবিল সামাদ।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাশ, জস বাটলার, শোয়েব মালিক (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, গ্রায়েম ক্রেমার, মেহেদি হাসান, হাসান আলি, আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।