ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত স্টোকস ইংলিশদের ওয়ানডে দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বিতর্কিত স্টোকস ইংলিশদের ওয়ানডে দলে বেন স্টোকস / ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে বেন স্টোকসকে। কিন্তু খেলার অনুমতি মিলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। গত সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে স্টোকসের খেলায় বাধা থাকবে না। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে মাঠে নামতে বাধার মুখে পড়বেন।

তাই স্কোয়াডে থাকলেও নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ওই ঘটনায় স্টোকসের সঙ্গে থাকা ওপেনার অ্যালেক্স হেলসও পূর্ণ শক্তির ১৬ সদস্যের টিমে সুযোগ পেয়েছেন।

বেশ কিছুদিন জাতীয় দল সহ প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও, সম্প্রতি স্টোকসের জন্মভূমি নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানেডে টুর্নামেন্টে ইংল্যান্ড তাকে খেলার অনুমতি দেয়। প্রথম ম্যাচে অবশ্য ব্যাটে-বলে ব্যর্থই হয়েছেন এ অলরাউন্ডার। তবে তার ক্রিকেটে ফেরাটাকে স্বাগত জানিয়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান।  

স্টোকসকে ছাড়া ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা দুই টেস্টে হেরে গেছে ইংলিশরা। তাদের সামনে পাঁচ ম্যাচের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। পার্থে ১৪ ডিসেম্বর শুরু তৃতীয় টেস্ট।

মেলবোর্নে আগামী ১৪ জানুয়ারি প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৯, ২১, ২৬ ও ২৮ জানুয়ারি।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, স্যাম বিলিংস, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, আদিল রশিদ, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, টম কুরান, মার্ক উড, জ্যাক বল।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।