ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লড়াকু স্কোরে চোখ খুলনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
লড়াকু স্কোরে চোখ খুলনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের এলিমিনেটর ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে ১৪তম ওভারে দলীয় একশ’ পার করেছে খুলনা টাইটান্স। লড়াকু স্কোরে চোখ রাখছে মাহমুদউল্লাহর দল।

এ রিপোর্ট লেখা অবধি খুলনার সংগ্রহ ১৫ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১০৮। আরিফুল হক ২০ ও নিকোলাস পুরান ১৪ রানে ব্যাট করছেন।

সবশেষ ১২তম ওভারে রবি বোপারার বলে ক্লিন বোল্ড হন মাইকেল ক্লিনগার (২১)। তার আগে সপ্তম ওভারে অধিনায়কের বিদায়ে তৃতীয় উইকেটের পতন ঘটে।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে লং-অনে সোহাগ গাজীর হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ছোটখাট ঝড়ো ইনিংস খেলেন। ২টি চার ও ২টি ছক্কায় ৬ বলে করেন ২০ রান।

ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্তকে (১৫) ফিরতি ক্যাচ বানিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন সোহাগ গাজী। ১৩ রান যোগ হতে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন (১১)। ৩৪ রানে দুই উইকেট হারায় খুলনা।

জয়ী দল চলে যাবে ফাইনালে ওঠার চূড়ান্ত ধাপ দ্বিতীয় কোয়ালিফায়ারে। লিগ পর্বে দু’বারের মুখোমুখি দেখায় রংপুর ও খুলনা দু’দলই একটি করে জয় নিয়ে মাঠ ছাড়ে। তাই নকআউটের লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করছেন দর্শকরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সরাসরি ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম কোয়ালিফায়ারে শীর্ষস্থানধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নস ঢাকা ডায়নামাইটস। হেরে গেলেও শিরোপা স্বপ্ন টিকে থাকবে। খেলতে হবে তিন ও চার নম্বর দলের মধ্যকার এলিমিনেটর বিজয়ীর বিপক্ষে। দু’দিন পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।

৪২ ম্যাচের লিগ পর্ব শেষে পূর্ণ ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে সাকিবের ঢাকা ডায়নামাইটস। সমান ১৫ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় এলিমিনেটর ম্যাচে নেমে যায় খুলনা টাইটান্স। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, জোনাথন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, রুবেল হোসেন।

খুলনা টাইটান্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মিচেল ক্লিনগার, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, জোফরা আর্চার, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ, তানভীর ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।