ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুর-কুমিল্লা ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
রংপুর-কুমিল্লা ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কারা হচ্ছে তা জানা যাবে আজ। রংপুর রাইডার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রোববারের (১০ ডিসেম্বর) হাইভোল্টেজ ম্যাচ ছাপিয়ে বৃষ্টির চোখ রাঙানি রীতিমতো উদ্বেগের জন্ম দিয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত। তাই শঙ্কা জাগছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ঘিরে।

সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা। আবহাওয়ার উপরই এখন সবকিছু নির্ভর করছে।

পুরো ২০ ওভারের ম্যাচ শুরু করতে নির্ধারিত সময় পেরিয়ে গেলে কার্টেল ওভারে গড়াবে। কমপক্ষে ৫ ওভারের ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। সেটিও না হলে কাট-অফ টাইমের পর সুপার ওভারে (১ ওভার) চূড়ান্ত হবে দ্বিতীয় ফাইনালিস্ট।

প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি, মাঠ খেলার উপযুক্ত থাকা এমন শঙ্কাই বিরাজ করছে এখন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল বাদে কোনো রিজার্ভ ডে না থাকায় শেষ পর্যন্ত যদি দ্বিতীয় কোয়ালিফায়ার পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কপাল পুড়বে মাশরাফির রংপুরের। শিরোপা নির্ধারণীতে প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি হবে।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্লে-অফ ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হলে লিগ পর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল তারাই উত্তীর্ণ হবে। সেই হিসেবে তামিমের কুমিল্লার জন্য ফাইনালের দরজা খোলা।

সরাসরি ফাইনাল নিশ্চিতের মিশনে লিগ পর্বের দুই শীর্ষ টিমের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে ঢাকার কাছে ৯৫ রানের বড় ব্যবধানে হার মানে ভিক্টোরিয়ান্স। ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৬-তে গুটিয়ে যায় তারা। বাজেভাবে হারলেও শিরোপা দৌড়ে টিকে থাকে কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সামনে ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে উড়িয়ে দেওয়া রংপুর রাইডার্স। যেখানে তৃতীয় প্রতিপক্ষ হয়ে হাজির অসময়ের বৃষ্টি!

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।