ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো কিউইরা ছবি:সংগৃহীত

ওয়েলিংটনের পর হ্যামিল্টন টেস্টে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনই ক্যারিবীয়দের ২৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে কিউইরা। ম্যাচ সেরা হন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি করা রস টেইলর।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড-৩৭৩ ও ২৯১/৮ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ-২২১ ও ২০৩ (৬৩.৫ ওভার)

৪৪৪ রানের টার্গেটে এদিন কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন রোস্টন চেজ।

আগের দিনের ৩০ রানে দুই উইকেট হারিয়ে এদিন শুরু করে তারা। তবে দলের আর কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান নেইল ওয়াগনার। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।