ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষদিকে উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
শেষদিকে উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজে চার ম্যাচ শেষেও জয় অধরা ইংলিশ শিবিরে। সবশেষ মেলবোর্ন টেস্টে সম্ভাবনাও জাগালেও স্মিথ-ওয়ার্নারের ব্যাটিং দৃঢ়তায় ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়। অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ এড়ানোর পর প্রথম জয়ের মিশনে সিডনিতে রুট-মালান জুটিতে প্রথম দিনে ভালো অবস্থানের ইঙ্গিত দিয়ে শেষদিকে দু’টি উইকেট হারিয়ে উল্টো চাপের মুখে ইংল্যান্ড। স্কোর পাঁচ উইকেটে ২৩৩।

মিচেল স্টার্কের শিকার হয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ দলপতি জো রুট (৮৩)। আউট হওয়ার আগে দলকে প্রথম ইনিংসে লড়াকু স্কোরের ভিত গড়ে দিয়ে যান।

দলীয় ৯৫ রানে তিন উইকেট হারানোর পর ডেভিড মালানের সঙ্গে তার পার্টনারশিপে আসে ১৩৩। রুটের বিদায়ের পরের ওভারেই জনি বেয়ারস্টোকে (৫) টিম পেইনের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান জস হ্যাজলউড। ৮১.৪ ওভারে শেষ হয় বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা। ৫৫ রানে অপরাজিত থেকে যান মালান।  

আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ওপেনার অ্যালিস্টার কুক ৩৯, মার্ক স্টোনম্যান ২৪ ও জেমস ভিঞ্চ ২৫ রান করে আউট হন। এ নিয়ে টানা ১৫০টি টেস্ট খেলার কীর্তি গড়েন কুক। একমাত্র অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার (১৫৩) একটানা এর চেয়ে বেশি টেস্ট খেলেছেন।

দু’টি করে উইকেট লাভ করেন প্যাট কামিন্স ও হ্যাজলউড। অন্যটি ইনজুরি কাটিয়ে এক ম্যাচের বিরতিতে ফেরা স্টার্কের।

টানা তিন টেস্ট জিতে আগেই অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করে অজিরা। এবার ঘরের মাঠে জয় দিয়ে শেষ করতে চোখ রাখছে স্টিভেন স্মিথের দল। অন্যদিকে, কাঙ্ক্ষিত জয়ের দেখা পেতে মরিয়া সফরকারীরা। সময় গড়ানোর সঙ্গে পরিষ্কার হবে কার লক্ষ্যটা পূরণ হচ্ছে। নাকি মেলবোর্নের মতো সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও ড্র টেস্ট দেখবেন দর্শকরা!

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।