ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সেমির লক্ষ্যে উড়াল দিল বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
সেমির লক্ষ্যে উড়াল দিল বাংলাদেশ বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল / ছবি: সংগৃহীত

ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম আসরে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে পাকিস্তান, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে যায় লাল-সবুজের ব্লাইন্ড ক্রিকেটাররা।

বিশ্বকাপের পঞ্চম আসরটি অনুষ্ঠিত হচ্ছে দুইভাগে।

কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর কিছু আরব আমিরাতে।

লাহোরে ৮ জানুয়ারির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ফয়সালাবাদে ৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে স্বাগতিক পাকিস্তানকে। একই ভেন্যুতে ১০ জানুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

আরব আমিরাতে ১২ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। একই ভেন্যুতে ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ।

৭ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ এবার অংশ নিচ্ছে দ্বিতীয়বারের মতো।

বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।