ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খাজার দুর্দান্ত সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
খাজার দুর্দান্ত সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা খাজার দুর্দান্ত সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা-ছবি:সংগৃহীত

উসমান খাজার ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে ৪৭৯ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। যেখানে ১৩৩ রানে এগিয়ে রয়েছে স্টিভেন স্মিথের দল।

ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করেছিল।

এর আগে দুই উইকেট হারিয়ে ১৯৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল অজিরা।

খাজা ৯১ ও স্মিথ ৪৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন স্মিথ (৮৩) সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে বিদায় নিলেও খাজা ঠিকই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান।

বাঁহাতি ব্যাটসম্যান খাজা শুধু সেঞ্চুরিই নয় খেলেন ১৭১ রানের দানবীয় এক ইনিংস। এ সময় ৩৮১ বল মোকাবেলায় ১৮টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। তবে টম ক্রেনের বলে আউট হলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।

স্মিথ-খাজার বিদায়ের পর দলের হাল শক্তভাবে ধরেন দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ। ৯৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বড় ভাই শন। আর ৬৩ রানে তার সঙ্গী হন মিচেল।

হতাশায় মোড়ানো তৃতীয় দিন সফরকারী ইংলিশ বোলারদের মধ্যে ক্রেন ও স্পিনার মঈন আলী একটি করে উইকেট দখল করেন।

৩-০তে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে। মেলবোর্নে চতুর্থ টেস্টটি ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।