ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ শাহজাদকে দলে নিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
নিষিদ্ধ শাহজাদকে দলে নিল আফগানিস্তান ছবি:সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আর এ সিরিজ দুটিকে ঘিরে ভিন্ন দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে আবার নেওয়া হয়েছে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে। যদিও আগামী ১৭ জানুয়ারি এক বছরের ডোপিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন তিনি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাহজাদ ওয়ানডে ও টি-২০ দুটি সিরিজেই সুযোগ পেয়েছেন।

এদিকে গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন অলরাউন্ডার শামিউল্লাহ শেনওয়ারি।

টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ছিটকে পড়া পেসার হামিদ হাসান। তবে ওয়ানডে দলে থাকলেও টি-২০তে নেই দৌলত জাদরান।

নতুন কোচ ফিল সিমন্সের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি হবে আফগানিস্তানের প্রথম সিরিজ।

ওয়ানডে দল: আসগার স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমেদি, ইহসানুল্লাহ জানাত, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শারাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান এবং শাপুর জাদরান।

টি-২০ দল: আসগার স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, করিম সাদিক, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেনওয়ারি, আফতাব আলম, মোহাম্মদ নবী, গুলাবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শাফিউদ্দিন আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।