ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২০১৯ আইপিএল হতে পারে দ.আফ্রিকায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
২০১৯ আইপিএল হতে পারে দ.আফ্রিকায় ছবি:সংগৃহীত

আরও একবার দক্ষিণ আফ্রিকার মাটিতে হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও এখনো অফিসিয়ালি কিছিই চূড়ান্ত  করা হয়নি। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি সূত্র থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো দিন নির্ধারিত হয়নি।

সেই বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে এই ভাবনা থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল করার চিন্তা ভাবনা চালাচ্ছে বিসিসিআই। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এমন খবরই প্রকাশিত করেছে।

তবে সব কিছুই এখনো আলোচনার পর্যায় আছে। এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিসিআই এর নজরে এখন আইপিএলের একাদশ সংস্করণ।

দেশের বাইরে আইপিএল হওয়ার ঘটনা আগেও ঘটেছে। এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএল এর দ্বিতীয় সংস্করণ। ২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ হয়েছিল আইপিএল। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।