ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্টেইনের পরিবর্তে অলিভিয়েরা, এনগিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
স্টেইনের পরিবর্তে অলিভিয়েরা, এনগিদি ডুয়ানে অলিভিয়েরা-ছবি:সংগৃহীত

ইনজুরিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পুরো সিরিজে ছিটকে পড়ায় ডেল স্টেইনের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে নেওয়া হয়েছে ডুয়ানে অলিভিয়েরা ও লুনগি এনগিদিকে। দীর্ঘদিন পর ফিরেও কেপটাউন টেস্টেই গোড়ালির ইনজুরির পড়েন স্টেইন।

২০১৭ সালে অভিষেক হওয়া অলিভিয়েরা সে বছরই পাঁচটি টেস্ট খেলেন। সর্বশেষ তিনি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন।

তবে রঙ্গিন পোশাকে খেললেও এখনও প্রোটিয়াদের সাদা পোশাকে অভিষেক হয়নি এনগিদির।

এ দু’জন ছাড়াও স্বাগতিকদের শিবিরে রিজার্ভ বেঞ্চে আছেন অলরাউন্ডার ক্রিস মরিস ও আন্দিল পেহলুকওয়াও। তবে দ্বিতীয় টেস্টে একাদশের জন্য অলিভিয়েরাই প্রথম পছন্দ হতে পারেন।

কেপটাউন টেস্টে ৭২ রানে জিতে দ.আফ্রিকা ইতোমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে। আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মাহারাজ, এইডেন মার্কারাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিল পেহলুকওয়াও, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।