ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড দলে ফিরলেন ডি গ্র্যান্ডহোম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
নিউজিল্যান্ড দলে ফিরলেন ডি গ্র্যান্ডহোম ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ছিলেন না অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। তবে তৃতীয় ওয়ানডের আগে কিউই দলে তাকে নেওয়া হয়েছে। এর আগে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বাবার মৃত্যুর কারণে ছিলেন না গ্র্যান্ডহোম।

ডি গ্র্যান্ডহোম দলে ফেরায় বাদ পড়লেন ওপেনার ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার।  

১৩ জানুয়ারি ডুনেডিনে তৃতীয় ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ জিতে কিউইরা ২-০তে এগিয়ে রয়েছে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলা ৩১ বছর বয়সী ডি গ্র্যান্ডহোম ৩৫.৬৬ গড়ে ২১৪ রান করেছেন। সেই সঙ্গে আটটি উইকেটও নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।