ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা মুক্ত মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
শঙ্কা মুক্ত মাশরাফি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে জমা শঙ্কার মেঘ কেটে গেছে। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে অনুশীলনে বাঁ হাতের আঙ্গুলে যে চোট তিনি পেয়েছেন তা গুরুতর নয়।

মাশরাফি সুস্থ্য আছেন এবং বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে তিনি যোগ দিয়েছেন। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমউল্লেখ্য, মঙ্গলবার (৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে সাব্বির রহমানের বিরুদ্ধে বল করছিলেন মাশরাফি।

ব্যাটিংয়ের এক পর্যায়ে মাশরাফির একটি বল সাব্বির চার্জ করলে ফলো থ্রুতে মাশরাফি তা হাত দিয়ে ঠেকাতে গেলে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা পান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।