ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ড্র’র পথে মুমিনুল-সোহানদের ম্যাচ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ড্র’র পথে মুমিনুল-সোহানদের ম্যাচ ছবি: সংগৃহীত

ড্র’র পথে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচ। প্রথম ইনিংসে মুমিনুল হকের ক্যারিয়ার সেরা ২৫৮ ও জাকির হাসানের ১১৯ রানে পূর্বাঞ্চলের ৫৪৬ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩১৮।

তুষার ইমরান ১০৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১১০ রানের ইনিংস উপহার দেন। এখনো মুমিনুলদের চেয়ে ২২৮ রানে পিছিয়ে নুরুল হাসান সোহানরা।

চার দিনের ম্যাচের বাকি আর একদিন।  

এদিকে দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে তৃতীয় দিন শেষে ১৭ রানে আল আমিন ও ১৩ রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান।

আর দক্ষিণাঞ্চলের হয়ে বল হাতে দ্বিতীয় দিন ২ উইকেট নেয়া সোহাগ গাজী এদিন আরও একটি উইকেট তুলে নিয়েছেন। অপর উইকেটটি পেয়েছেন অলোক কাপালি। দ্বিতীয় দিনের আরেক শিকারি নাজমুল ইসলাম অপু ক্ষান্ত আছেন ১ উইকেট নিয়েই।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।