ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অন্য হাথুরুসিংহে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
মিরপুরে অন্য হাথুরুসিংহে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ থাকাকালীন চন্ডিকা হাথুরুসিংহেকে কখনোই এতটা ‍উচ্ছল ও প্রাণবন্ত দেখা যায়নি যতটা তার নিজ দেশ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাথে দেখা গেল। ২০১৪ সালে টাইগারদের দায়িত্ব নেওয়ার পর যত দিন ওই ভূমিকায় ছিলেন, তখন অনুশীলন, ম্যাচ এমনকি সংবাদ সম্মেলনেও তাকে সবসময়ই বেশ রাগি বলেই মনে হতো।

কথা বলতেন মারমার কাটকাট। এক নায়কতান্ত্রিক সরকার প্রধানের মতো সদা সর্বদা যুদ্ধংদেহী এক মনোভাব তার মধ্যে বিরাজ করতো।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅথচ রোববার (১৪ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে সেই অগ্নিশর্মা হাথুরুসিংহেই তার লঙ্কান টিম ম্যানেজমেন্ট ও শিষ্যদের সাথে কতই না প্রাণ খোলা। হেসে হেসে কথা বলছেন, বেশ আন্তরিকতার সাথে প্লেয়ারদের দিচ্ছেন নির্দেশনা। যা থেকে বঞ্চিত থেকেছেন মাশরাফি, সাকিব ও মুশফিকরা!

১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় তিন জাতির টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকায় পা রেখেছে হাথুরুসিংহে ও তার দল শ্রীলঙ্কা। রোববার ছিল তাদের প্রথম দিনের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের দেয়া সময়সূচি অনুযায়ী তাদের অনুশীলন সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শীতের কুয়াশা ভেদ করে হাথুরুসিংহে তার দল নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন আধা ঘণ্টা আগেই।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাঠে এসেই রক ব্যান্ডের মিউজিক ছেড়ে নিজের ও দলের আইসব্রেকিংয়ের কাজ সেরে নিয়েছেন। এরপর হালকা গা গরমের মধ্য দিয়ে শুরু করেছেন অনুশীলন।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমহঠাৎ করেই হাথুরুকে এমন নতুন রুপে দেখে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ যেন আটকে রাখতে পারলেন না বাংলাদেশ ক্রিকেটের নাম প্রকাশ না করা এক কর্মকর্তা, ‘আমরা তো ওনার কাছে ক্রীত দাসের মতোই ছিলাম। আমাদের সঙ্গে হেসে কথা বলতে ওনার ইগোতে লাগতো। ’

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।