ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৩৩৫ রানে অলআউট প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
৩৩৫ রানে অলআউট প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট তিনশ’র বেশি রানের ইনিংস দেখলো। ভালো শুরুর পরও প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। অশ্বিন-ইশান্ত শর্মার বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের বড় সংগ্রহের লাগাম টেনে ধরে ভারত। চলছে দ্বিতীয় দিনের খেলা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারীরা।

কেপটাউনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস সর্বোচ্চ স্কোর ছিল ২৮৬। পেসবান্ধব উইকেটে লো-স্কোরিং ম্যাচটিতে ৭২ রানের অসাধারণ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

২০৮ রানের টার্গেটে নেমে ১৩৫-এ গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

দ. আফ্রিকার মাটিতে ২৫ বছরেও টেস্ট সিরিজ জেতা হয়নি দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের। ম্যাচই জিতেছে মাত্র দু’টি (১৭ টেস্টে)। বিরাট কোহলির দলের সামনে এবার সেই আক্ষেপ ঘোঁচানোর চ্যালেঞ্জ। প্রথম টেস্ট হাতছাড়া হয়ে গেছে। লক্ষ্য পূরণে সেঞ্চুরিয়ানে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।

৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার আইদেন মার্করাম (৯৪)। ডি এলগারের ব্যাট থেকে আসে ৩১। রানআউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে ফেরেন হাশিম আমলা। অর্ধশতক হাঁকিয়ে দলীয় স্কোর তিনশ’ পার করান অধিনায়ক ফাফ ডু প্লেসি (৬৩)। এবি ডি ভিলিয়ার্স ২০, কেশব মহাজার ১৮, কাগিসো রাবাদা ১১ রান করে আউট হন। রানের খাতা না খুলেই বিদায় নেন কুইন্টন ডি কক ও ভারনন ফিল্যান্ডার (রানআউট)।

চারটি উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি নেন পেসার ইশান্ত শর্মা। অন্যটি মোহাম্মদ শামির। উইকেটশূন্য থাকেন জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।