ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমার নেগেটিভ নিউজ মানুষ ভালো খায়: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
আমার নেগেটিভ নিউজ মানুষ ভালো খায়: সাকিব সাকিব আল হাসান। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঘটনার সূত্রপাত সিলেটে। গেল সোমবার (১৭ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হেরে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক সাকিবের কাছে বাংলাদেশের হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একমাত্র টস ছাড়া আজ সব কিছুই ভুল ছিল। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। কমপক্ষে ১৭৫ রান করলেও টিকে থাকার লড়াই করা যেতো। কেনো ভালো ব্যাট করেনি সেটা অন্যদের কাছে জিজ্ঞেস করুন। আমি সবার হয়ে জবাব দিতে পারবো না।’

তার এই বক্তব্যের রেশ ধরে দেশের অনেক সংবাদ মাধ্যমই লিখেছে- সাকিব রেগে গিয়েছেন। আর এখানেই যত আপত্তি সাকিবের।

‘সিলেটে ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি। উনাকে বলেছি, এটা কোনো নেতিবাচক অর্থে বলিনি, মজা করে বলেছি। পুরা উত্তরটা আপনারা লিখবেন না বা বলবেন না। শুধু ওই’......ওই নেতিবাচক নিউজটা আসে আরকি। কারণ আমার নেগেটিভ নিউজ বেশ ভালো মানুষ খায়। ’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে তিনি একথা বলেন।

তবে মজার ব্যাপার হলো তাকে নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হওয়া এমন নেতিবাচক সংবা তিনি পছন্দ করেন এবং এগুলো থেকেই ভাল পারফরম্যান্সের প্রেরণা তিনি নিয়ে থাকেন।

‘আমিও পছন্দ করি। কারণ আমি মনে করি এটা আমাকে ভাল করার জন্য অ্যাটলিস্ট একটু হলেও প্রেরণা যোগায়। ’

ওই প্রেরণা থেকে কি আজ এমন পারফর্ম (৫ উইকেট ও ৪২ রান) করলেন? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে সাকিব জানালেন, ‘না, আল্লাহর রহমত। যখনই ওইরকম পরিস্থিতি আসে তখনই আল্লাহ এমন কিছু দিয়ে দেয় আমাকে। ’

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এইচএল/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।