ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিতের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে ইতোমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

এর আগে সিলেটে প্রথম ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের দাপুটে জয়ে সিরিজে সমতা পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, আবু হায়দার, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশানে টমাস।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।