ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বড় লিডের পথে পূর্বাঞ্চল, তাইজুলের ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বড় লিডের পথে পূর্বাঞ্চল, তাইজুলের ৬ উইকেট তাইজুল ইসলাম-ছবি: সংগৃহীত

পূর্বাঞ্চলের ৪২৫ রানের বিশাল সংগ্রহের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানেই গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। ফলে দ্বিতীয় ইনিংসে বড় লিডের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে পূর্বাঞ্চল। এদিকে দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বল হাতে ৪ উইকেট নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন পেসার তাসকিন আহমেদ। দিন শেষে অবশ্য সবচেয়ে সফল বোলার ৬ উইকেট তুলে নেওয়া স্পিনার তাইজুল ইসলাম।

সিলেটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আগেরদিনের ৮ উইকেট হারিয়ে ৩৮০ রানের সংগ্রহকে ৪২৫ রান পর্যন্ত টেনে নেয় পূর্বাঞ্চল। তাসকিনের বলে বোল্ড হয়ে ১১ চারে সাজানো দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলে আউট হন আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান।

বল হাতে ৯৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের তাসকিন। ২টি করে উইকেট পেয়েছেন আবু হায়দার, মোসাদ্দেক হোসেন ও মোশাররফ হোসেন।

এদিকে জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২২৪ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। ফিফটি তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের ওপেনার পিনাক ঘোষও। কিন্তু বাকিদের ব্যাটিং ব্যর্থতায় প্রতিপক্ষের হাতে ২০১ রানের লিড তুলে দেয় দলটি।

পূর্বাঞ্চলের সবচেয়ে সফল বোলার তাইজুল। ৯২ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ২ উইকেট পেয়েছেন নাঈম হাসান। ১টি করে উইকেট গেছে আবু জায়েদ ও খালেদ আহমেদের ঝুলিতে।

দিনের শেষ নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২ রান তুলে ২০৩ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে পূর্বাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।