ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলি-পূজারার ব্যাটে প্রথম দিনটি ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
কোহলি-পূজারার ব্যাটে প্রথম দিনটি ভারতের ছবি: সংগৃহীত

শুরুর দিকে দুই উইকেট হারিয়ে ফেলার পর বেশ ভালো করেই দলকে সামলালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছেন চেতেশ্বর পূজারাকে। মেলবোর্ন টেস্টের প্রথম দিনের যেন দলের মেরুদণ্ডের মতোই সামলে নিলেন।

কোহলি ও পূজারার পিঠে ভর করে বেশ ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে সফরকারী ভারত। দিন শেষে ২ উইকেটে ২১৫ রান তোলে তারা।

দিন শেষে ৬৮ রানে পূজারা ও ৪৭ রানে কোহলি অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে ভারত। দুই ওপেনার হনুমা বিহারি ও অভিষিক্ত মায়াঙ্ক আগারওয়াল মিলে করেন ৪০ রান। তবে এরপর মাত্র ৮ রান করেই প্যাট কামিন্সের শিকার হয়ে ফেরেন বিহারি।

ক্যারিয়ারের প্রথম টেস্টেই হাফসেঞ্চুরি পান আগারওয়েল। দ্বিতীয় উইকেটে পূজারার সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন তিনি। তবে ৭৬ রানে তাকেও ফেরান কামিন্স।

দিন শেষে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ করেন কোহলি ও পূজারা।

বাংলাদেশ সময়:  ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।