ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

একাই লড়ছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
একাই লড়ছেন সৌম্য সৌম্য সরকার

হোয়াইটওয়াশের লজ্জায় পড়া থেকে মাত্র ৪ উইকেট দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। দলীয় ৮৩ রানেই পঞ্চম উইকেট হারানোর পর অবশ্য ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন সৌম্য সরকার। এরইমধ্যে তুলে নিয়েছেন নিজের একাদশ ওয়ানডে ফিফটি। কিন্তু অপরপ্রান্তে কেউ দাঁড়াতে পারছেন না। ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন সাব্বির রহমান। টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১১৭ রানেই নেই বাংলাদেশের ৭ উইকেট। এর আগে বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছিলেন সৌম্য।

লঙ্কানদের ছুড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। টানা ৬ ম্যাচে বোল্ড হওয়ার লজ্জার পর এবার তিনি আউট হয়েছেন ক্যাচ তুলে দিয়ে।

মাত্র ২ রানেই শেষ হয়েছে তামিমের ইনিংস। এরপর আরেক ওপেনার আনামুল হক বিজয়ও বিদায় নেন মাত্র ১৪ রানের ইনিংস খেলে। দুজনেই লঙ্কান পেসার রাজিথার শিকার।

বাংলাদেশের দুই ওপেনারের দেখিয়ে যাওয়া পথেই হেঁটেছেন মুশফিক (১০), মোহাম্মদ মিথুন (৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯)। তিনজনই শাকানার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপর উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে যোগ দেন সাব্বির রহমান (৭) ও মিরাজও (৮)। বাকিদের মাঝে একমাত্র ব্যতিক্রম সৌম্য। তার ব্যাট থেকে এসেছে প্রতিরোধ। কিন্তু তা মোটেও যথেষ্ট হয়নি।

এর আগে শুরুতে ফিল্ডিং করতে নেমে ক্যাচ মিস, বাজে লাইন-লেন্থ মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও বোলিংয়ে হতাশা ছড়ায় বাংলাদেশ। আর এই সুযোগে ব্যাট হাতে ঝড় তুললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিসরা।  

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাবেক লঙ্কান অধিনায়ক ম্যাথিউস। ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। ফিফটি ছুঁইছুঁই ইনিংস খেলেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে (৪৬) ও টপ অর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা (৪২)।

বল হাতে ৯ ওভারে ৫৬ রান তুলে নিয়ে সবচেয়ে সফল বোলার সৌম্য। ৩ উইকেট পেয়েছেন শফিউলও। তবে তিনি ১০ ওভারে খরচ করেছেন ৬৮ রান। ১ উইকেট করে গেছে রুবেল ও তাইজুলের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।