ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের র‍্যাঙ্কিংয়েও পড়ল হোয়াইটওয়াশের ছাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
টাইগারদের র‍্যাঙ্কিংয়েও পড়ল হোয়াইটওয়াশের ছাপ লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। এবার সিরিজ হারের ধাক্কা লেগেছে র‍্যাঙ্কিংয়েও। অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট ঠিকই কমেছে।

সিরিজের তিন ম্যাচেই লজ্জাজনক হারে সবমিলিয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সফর শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০।

বর্তমান পয়েন্ট ৮৬। তবু আগের মতোই র‍্যাঙ্কিংয়ের সাতেই অবস্থান টাইগারদের।

বাংলাদেশের রেটিং পয়েন্ট কমলেও বেড়েছে শ্রীলঙ্কার পয়েন্ট। বাংলাদেশের চেয়ে এক ধাপ নিচে থাকা লঙ্কানদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮২-এ। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ৭৯।

এদিকে শীর্ষে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও বেড়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পাওয়া ইংলিশদের  ২ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট (১২২) আগের অবস্থানেই আছে।

র‍্যাঙ্কিংয়ে অবস্থানের নড়চড় না হলেও ১ রেটিং পয়েন্ট করে বেড়েছে অস্ট্রেলিয়া (১১২) ও নিউজিল্যান্ডের (১১৩)।

ওয়ানডে র‍্যাঙ্কিং দল রেটিং পয়েন্ট
০১ ইংল্যান্ড ১২৫
০২ ভারত ১২২
০৩ নিউজিল্যান্ড ১১২
০৪ অস্ট্রেলিয়া ১১১
০৫ দক্ষিণ আফ্রিকা ১১০
০৬ পাকিস্তান ৯৭
০৭ বাংলাদেশ ৮৬
০৮ শ্রীলঙ্কা ৮২
০৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
১০  আফগানিস্তান ৫৯
১১ আয়ারল্যান্ড ৫১
১২ জিম্বাবুয়ে ৪৪
১৩ নেদারল্যান্ডস ৩৭
১৪ স্কটল্যান্ড ৩৬
১৫ নেপাল ১৯
১৬ ইউএই ১০
১৭ পাপুয়া নিউগিনি

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।