ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জেতার আনন্দে বাইক চালাতে গিয়ে ইনজুরিতে মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
সিরিজ জেতার আনন্দে বাইক চালাতে গিয়ে ইনজুরিতে মেন্ডিস ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। এমন অর্জন উদযাপন করতে শুক্রবার (২ আগস্ট) পুরো শ্রীলঙ্কা দল হাজির হয়েছিল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেখানেই আনন্দের আতিশয্যে বাইক চালাতে গিয়ে মাঠেই আহত হন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করায় শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। আর এজন্য পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন একটি বাইক।

দলটির খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে মজা করতে গিয়ে ওই বাইকে চেপে বসতে দেখা যায়।  

তবে মজা করতে গিয়েই অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেন্ডিস। সতীর্থকে নিয়ে বেশ খোশমেজাজে বাইক চালানোর সময় টার্ন নিতে গিয়ে মাঠেই পড়ে যান তিনি। দুজনে উঠতেও পারছিলেন না। সঙ্গে সঙ্গে মাঠের নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে দলকে ২৯৪ রানের সংগ্রহ পাইয়ে দেন। ফিফটির দেখা পান ম্যাথিউসও। জবাবে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ম্যাচটা সাবেক পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।  

এর আগে প্রথম ম্যাচ শেষে বিদায় জানানো হয়েছিল লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে। ওয়ানডে থেকে অবসর নেওয়ার ম্যাচে ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। দলও ৯১ রানে ম্যাচ জিতে ১-০ তে সিরিজে এগিয়ে যায়। তবে ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যাবেন মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।