ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার টেস্ট থেকে বিদায় নিলেন ওহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
এবার টেস্ট থেকে বিদায় নিলেন ওহাব রিয়াজ ওহাব রিয়াজ। ছবি: সংগৃহীত

কিছু দিন আগেই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিলেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। এবার তার পথেই হাটলেন অভিজ্ঞ পেসার ওহাব রিয়াজ।

মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেট ছেড়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগী হওয়ার আমিরের সিদ্ধান্তে বেশ নাখোশ হয়েছেন পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটার। পাকিস্তানের ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম প্রতিভাবান ভাবা হতো তাকেই।

এছাড়া পাকিস্তানের বর্তমান টেস্টের অবস্থাও তেমন ভালো নয়।  

এ অবস্থায় আমিরের টেস্ট ছাড়া মেনে নিতে পারেননি অনেকেই। শোয়েব আখতার বলেছিলেন, আমিরের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে প্রভাব ফেলবে, তার দেখাদেখি আরও অনেকেই টেস্ট ছাড়তে পারেন। এবার শোয়েবের সেই কথাই সত্যি হলো।  

এরই মধ্যে ওহাব তার অবসর সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়ে দিয়েছেন। কানাডায় টি-টোয়েন্টি লিগ থেকে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ৩৪ বছর বয়সী এই পেসার।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট খেলে ৮৩ উইকেট নিয়েছেন ওহাব। সর্বশেষ গত বছরের অক্টোবরে ওহাবকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে মাঠে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।