ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের নতুন ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
মুশফিকের নতুন ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুশফিক-ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে পরবর্তী আসরে নতুন ঠিকানায় মুশফিকুর রহিম। আসন্ন সপ্তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিক। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা। বিপিএলের গত আসরে মুশফিকুর রহিম খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে।

আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ।

একে একে তারা বড় তারকাদের দলে ভেড়াচ্ছে। সেজন্যই মুশফিককে দলে ভিড়িয়েছে কুমিল্লা। আইকন ক্রিকেটার হিসেবেই খেলবেন মুশফিক। গতবার তামিম ইকবাল কুমিল্লার হয়ে আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিল।

ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিক চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলে। এবার চিটাগং ভাইকিংস তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে মুশফিককে নিয়েছে কুমিল্লা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।