বর্তমানে তিন সপ্তাহের বিশ্রামে আছেন ওয়ানডে অধিনায়ক। এ সময়ের মধ্যে ব্যথা বাড়তে পারে এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
রোববার (০৪ আগস্ট) দেবাশীষ সাংবাদিকদের বলেন, ‘২১দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই মুহূর্তে কোন ধরনের অনুশীলন করা তার জন্য সম্পূর্ণ নিষেধ। কোন ধরনের পুনবার্সন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। এমনকি ফিজিও থেরাপিও বন্ধ। ব্যথা থেকে সম্পুর্নভাবে মুক্ত হওয়ার জন্য আমরা তাকে এই পরামর্শ দিয়েছি। এমনকি ফের ব্যথা লাগতে পারে এমন কোন কাজ করা থেকেও সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে মাশরাফিকে। ’
পরামর্শ অনুযায়ী তিনি কাজ করছেন কিনা এবং তার সবসময়ের অবস্থা জানিয়ে বিসিবির মেডিকেল দলের সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হয়েছে। দেবাশীষ বলেন, ‘তিনি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই মুহূর্তে তিনি কোনো ব্যথা অনুভব করছেন না। তিনি আমাদের এটিও বলেছেন, দৈনন্দিন কাজে তিনি কোন ধরনের অসুবিধা বোধ করছেন না। সুতরাং এখন সময় হয়েছে তাকে পুনর্বাসনে পাঠানোর। ঈদের ছুটির পর আমরা তার পুনর্বাসন কাজ শুরু করব। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমকেএম