ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত ইউসুফ-ইরফান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত ইউসুফ-ইরফান বন্যা দুর্গতদের জন্য খাবার বিতরণ করছেন ইউসুফ ও ইরফান/ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে এসব অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। বিশেষ করে গুজরাটের ভাদোদারা অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এমন অবস্থায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান ও ইরফান পাঠান।

গুজরাটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেশটির সেনাবাহিনী এরইমধ্যে অনেক এলাকা খালি করতে শুরু করেছে। অনেক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন ভাদোদারার বাসিন্দা ইউসুফ ও ইরফান।  

সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করছেন ইউসুফ ও ইরফান। এছাড়া বন্যার্তদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন ইরফান। দুই ভাইয়ের এমন মানবিক দায়িত্ববোধে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।  

গত কয়েকদিন আগেই ভাদোদারা ও গুজরাটের বেশ কিছু জায়গা ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে। গত ৩১ জুলাই মাত্র ১২ ঘণ্টায় এই অঞ্চলে রেকর্ড ৫৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় এরইমধ্যে ৫ জন নিহত হয়েছেন। প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।  

গুজরাটে বৃষ্টিপাতের পরিমাণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত বৃহস্পতিবার (১ জুলাই) ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। শনিবার (৩ জুলাই) মাত্র ২ ঘণ্টার মধ্যেই ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।