ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের লজ্জা দিয়ে অ্যাশেজে অস্ট্রেলিয়ার লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ইংলিশদের লজ্জা দিয়ে অ্যাশেজে অস্ট্রেলিয়ার লিড অ্যাশেজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া-ছবি:সংগৃহীত

২৫১ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরি ও শেষ ইনিংসে বোলারদের দাপটে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে লিড পেল টিম পেইনের দল। অথচ এই ইংলিশ দলটিই কিছুদিন আগে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া-২৮৪ ও ৪৮৭/৭ডিক্লে.
ইংল্যান্ড-৩৭৪ ও ১৪৬ (৫২.৩ ওভার, টার্গেট ৩৯৮)

৩৯৮ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনে নিজেদর চতুর্থ ইনিংসে একশ’ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। লায়ন-কামিন্সদের দাপটে জয় দেখতে থাকে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিন কোনো উইকেট না হারানো ইংল্যান্ড দলীয় ১৩ রানে মাঠ ছাড়ে। তবে এজবাস্টনে সোমবার (০৫ আগস্ট) নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করতে নামলে শুরু থেকেই বিপদে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। প্যাট কামিন্সের গতি ও নাথান লায়নের ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন তারা।

সর্বোচ্চ ৩৭ রান করে টেলএন্ডার ব্যাটসম্যান ক্রিস ওকস। এছাড়া ২৮ রান করে আসে জেসন রয় ও জো রুটের ব্যাট থেকে। বাকিদের কেউই বলার মতোর স্কোর করতে পারেননি। ফলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট লাভ করা স্পিনার লায়ন শেষ পর্যন্ত ৬ উইকেট দখল করেন। আর দুই ইনিংস মিলে ৯টি উইকেট পান এই ডানহাতি অফস্পিনার। পেসার কামিন্স বাকি চারটি উইকেট নিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রান করে। জবাবে ইংল্যান্ড ৩৭৪ করে লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে অজিরা ৭ উইকেট হারিয়ে ৪৮৭ রানের বড় স্কোর গড়লে বিশাল টার্গেট পায় ক্যাঙ্গারুরা। এক বছরের বেশি সময় পর নিষেধাজ্ঞা থেকে ফিরে দুই ইনিংসে যথাক্রমে ১৪৪ ও ১৪২ রান করেন স্মিথ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।