ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভেট্টরির ১১ নাম্বার জার্সিকে অবসরে পাঠাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ভেট্টরির ১১ নাম্বার জার্সিকে অবসরে পাঠাল নিউজিল্যান্ড ছবি:সংগৃহীত

১১ নাম্বার জার্সি পরে খেলতে দেখা যাবে না কোনো নিউজিল্যান্ড ক্রিকেটারকে। সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে শ্রদ্ধা জানাতে এই জার্সিটি তুলে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ভেট্টরি ১১ নাম্বার জার্সি পরে একের পর এক সফলতা এনে দিয়েছিলেন কিউইদের। দেশটির ক্রিকেট বোর্ডও তার অবদানের কথা ভোলেনি।

সাবেক স্পিন কিংবদিন্তকে সম্মান দেখাতে তুলে রেখেছে জার্সিটি।

শুধু ভেট্টেরি নয়, কিউইদের হয়ে যারা ২০০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন তাদের জার্সিও নাম্বারও অবসরে পাঠাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সোমবার (০৫ আগস্ট) টুইট করে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ‘নিউজিল্যানন্ডের হয়ে যারা ২০০তম ওয়ানডে খেলেছেন তাদের প্রত্যেকের জার্সি অবসরে পাঠানো হয়েছে। ড্যানিয়েল ভেট্টরি যিনি ১১ নাম্বার জার্সি পরে খেলতেন এবং ব্ল্যাকক্যাপসদের হয়ে সর্বোচ্চ ২৯১টি ওয়ানডে খেলেছেন তার জার্সিও তুলে রাখা হয়েছে। ’

ভেট্টরি নিউজিল্যান্ডের হয়ে ২৯১ ওয়ানডে ম্যাচে ৩০৫ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে চার ফিফটিতে করেছেন ২২৫৩ রান।

২০০৭ থেকে ২০১১ সাল পযর্ন্ত নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন ভেট্টরি। ৪০ বছর বয়সী সাবেক বাঁ-হাতি স্পিনার কিউইদের হয়ে ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নিয়েছে। ৬ সেঞ্চুরি ও ২৩ ফিফটিতে করেছেন ৪৫৩১ রান।

একই দিনে নিউজিল্যান্ড ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য জার্সি নাম্বার উন্মোচন করেছে। দুই দলের প্রথম টেস্ট হবে ১৪ আগস্ট, গলে। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে কিউই ও লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।