ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন স্টেইন ডেল স্টেইন-ছবি:সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। এ বছরের শুরুতে তার সাবেক সতীর্থ শন পোলককে পেছনে ফেলে দেশটির সাদা পোশাকের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন এ ডানহাতি তারকা। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন স্টেইন।

অবসর প্রসঙ্গে স্টেইন বলেন, ‘এমন একটি ফরম্যাট থেকে আমি সরে যাচ্ছি, যা আমি খুবই ভালোবাসি। আমার মতে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে সেরা ফরম্যাট।

এটা আপনাকে মানসিক, শারীরিক ও আবেগ দিয়ে পরীক্ষা করে। এটাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না, তবু এই সিদ্ধান্ত নিতে হলো। আমি আমার ক্যারিয়ারের বাকি সময় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগী হবো। ’

তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেটের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমার এই পথচলায় ছিল। আর প্রোটিয়াদের হয়ে আমি সংক্ষিপ্ত ফরম্যাটে এগিয়ে যেতে চাই। ’

মূলত ইনজুরিই স্টেইনকে অবসর নিতে বাধ্য করেছে। ইতিহাসের সেরা এই বোলার দীর্ঘদিন ধরে এর সঙ্গে লড়াই করে আসছেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি।

৯৩ টেস্ট খেলা স্টেইন ৩.২৪ ইকোনোমি ও ২২.৯৫ গড়ে মোট ৪৩৯টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৫১ রানে ৭ উইকেট। আর এক ম্যাচে তিনি ৬০ রানে ১১টি উইকেট নিয়েছেন। যেখানে ৫ উইকেট আছে ২৬টি আর ১০ উইকেট ৫টি।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮ নাম্বারে রয়েছেন স্টেইন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।