যদিও ৩০ আগস্ট থেকে ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে গ্লাসগো জায়ান্টসের আইকন ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল ম্যাককালামের। তবে এই সিদ্ধান্তের পর সেখানে তাকে দেখা যাবে না।
অবসর প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘গত ২০ বছরের পেশাদারি ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। আমি স্বপ্নের থেকেও বেশি পেয়েছি। তবে সাম্প্রতিক সময়ে এটি কঠিন হয়ে যাচ্ছিল। ’
মারকুটে এই ব্যাটসম্যান ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসরের পর বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টিতে পুরোপুরি জড়িয়ে পড়েন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, রর্যয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, বিপিএলে রংপুর রাইডার্স, পিএসএলে লাহোর কালান্ডার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে হয়ে মাঠ মাতান।
২০১৮ সালের ডিসেম্বরে ডানহাতি এই ব্যাটসম্যান আইপিএলে অবিক্রিত থেকে যান। আর চলতি বছর ফেব্রুয়ারিতে বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টানেন। যদিও সেই মৌসুমে ১৩ ইনিংসে ৩০২ রান করেছিলেন তিনি। তবে এরপরও তিনি টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দেন।
দুই সপ্তাহ আগে লন্ডনে ইউরো টি-২০ স্ল্যামের দল গ্লাসগোতে চুক্তি করেন ম্যাককালাম। যেখানে তিনি সতীর্থ হিসেবে ডেল স্টেইনকে পেতেন। তবে অবসরের ঘোষণা দেওয়ায় সেখানে আর যাওয়া হচ্ছে না।
আন্তর্জাতিকের বাইরে ক্যারিয়ারে ৩৭০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাককালাম। যেখানে ৭টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে তার রান সংখ্যা ৯৯২২। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের পরেই টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এমএমএস