ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার সবধরনের ক্রিকেট থেকে অবসরে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
এবার সবধরনের ক্রিকেট থেকে অবসরে ম্যাককালাম ছবি:সংগৃহীত

এবার সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ব্র্যান্ডন ম্যাককালাম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ৪ বছর পর এই সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-২০তে খেলছেন। টরন্টো ন্যাশনালসকে প্রতিনিধিত্ব করা এই তারকার এটিই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হয়ে থাকবে।

যদিও ৩০ আগস্ট থেকে ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে গ্লাসগো জায়ান্টসের আইকন ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল ম্যাককালামের। তবে এই সিদ্ধান্তের পর সেখানে তাকে দেখা যাবে না।

অবসর প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘গত ২০ বছরের পেশাদারি ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। আমি স্বপ্নের থেকেও বেশি পেয়েছি। তবে সাম্প্রতিক সময়ে এটি কঠিন হয়ে যাচ্ছিল। ’

মারকুটে এই ব্যাটসম্যান ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসরের পর বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টিতে পুরোপুরি জড়িয়ে পড়েন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, রর‌্যয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, বিপিএলে রংপুর রাইডার্স, পিএসএলে লাহোর কালান্ডার্স ও সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে হয়ে মাঠ মাতান।

২০১৮ সালের ডিসেম্বরে ডানহাতি এই ব্যাটসম্যান আইপিএলে অবিক্রিত থেকে যান। আর চলতি বছর ফেব্রুয়ারিতে বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টানেন। যদিও সেই মৌসুমে ১৩ ইনিংসে ৩০২ রান করেছিলেন তিনি। তবে এরপরও তিনি টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দেন।

দুই সপ্তাহ আগে লন্ডনে ইউরো টি-২০ স্ল্যামের দল গ্লাসগোতে চুক্তি করেন ম্যাককালাম। যেখানে তিনি সতীর্থ হিসেবে ডেল স্টেইনকে পেতেন। তবে অবসরের ঘোষণা দেওয়ায় সেখানে আর যাওয়া হচ্ছে না।

আন্তর্জাতিকের বাইরে ক্যারিয়ারে ৩৭০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাককালাম। যেখানে ৭টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে তার রান সংখ্যা ৯৯২২। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের পরেই টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।