ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারদের বিয়েতে দাওয়াত দেবেন পাকিস্তান পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ভারতীয় ক্রিকেটারদের বিয়েতে দাওয়াত দেবেন পাকিস্তান পেসার হাসান আলী: ছবি-সংগৃহীত

রাজনৈতিকভাবে তো বটে, ক্রিকেটেও একে অপরের ঘোর শত্রু ভারত-পাকিস্তান। সম্প্রতি জম্মু-কাশ্মীর নিয়ে আরো উত্তেজনা বেড়েছে এই দুই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। তবে বাইরে যা হোক না কেন, দুই দেশের ক্রিকেটাররা অবশ্য সম্প্রীতির কথাই ভাবছে।

২০ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানি পেসার হাসান আলী। তার বিয়েতে দাওয়াত দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের।

হাসান আলী বিয়ে করছেন ভারতীয় কন্যা সামিয়া আরজুকে। দুবাইতে হতে যাওয়া বিয়ের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে তার আমন্ত্রণের তালিকায় কোন কোন তারকা আছেন তা জানা যায়নি।

হাসান জানান, আমন্ত্রিত ক্রিকেটাররা বিয়ে অনুষ্ঠানে যোগ দিলে তিনি খুশি হবেন। ২৫ বছর বয়সী পেসার উর্দু এক্সপ্রেস পত্রিকাকে বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানে আসার জন্য ভারতীয় ক্রিকেট দল এবং খেলোয়াড়দের দাওয়াত করব। আসল কথা, আমরা সবাই ক্রিকেট সঙ্গী। ’

তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি হবো যদি কিছু ভারতীয় ক্রিকেটার আমার বিয়ের অনুষ্ঠানে আসে। এটা খুব চমৎকার হবে। মাঠের লড়াই কখনো শেষ হবে না। কিন্তু দিন শেষে আমরা সবাই পেশাদার ক্রিকেটার এবং আমাদের অবশ্যই একজন আরেকজনের সঙ্গে সুখ ভাগাভাগি করা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।