ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে নেই অ্যান্ডারসন, অভিষেকের অপেক্ষায় আর্চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
লর্ডসে নেই অ্যান্ডারসন, অভিষেকের অপেক্ষায় আর্চার ইনজুরির কারণে ছিটকে গেছেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন-ছবি:সংগৃহীত

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে ছিটকে গেছেন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। এমনটি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আশঙ্কা করা হচ্ছে পুরো সিরিজেই আর খেলতে পারবেন না এই ডানহাতি।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ ওভার বোলিং করতে পারেন অ্যান্ডারসন। এরপরেই পুরোনো গোড়ালির চোটে পড়েন তিনি।

এমআরআই স্ক্যান করে এটি নিশ্চিত হওয়া যায়।

আগামী ১৪ থেকে ১৮ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্টের সূচি রয়েছে। আর চোটে আক্রান্ত অ্যান্ডারসন এখন পুনর্বাসনে যাবেন। যাতে করে পরের তিন টেস্টে ফিট হতে পারেন।

এদিকে অ্যান্ডারসনের ইনজুরিতে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অভিষেকে চমক দেখানো জোফরা আর্চারের কপাল খুলতে পারে। সম্প্রতি তিনি সাসেক্সের হয়ে লাল বলে খেলেছেনও।

সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংলিশদের ২৫১ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।