ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের ক্ষতিতে লাভ হলো নাইজেরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
জিম্বাবুয়ের ক্ষতিতে লাভ হলো নাইজেরিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের জায়গায় অংশ নেবে নাইজেরিয়া

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আইসিসি’র নিষেধাজ্ঞা থাকায় এতে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। আর তাতে কপাল খুলে গেল নাইজেরিয়ার। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে নাইজেরিয়া যাচ্ছে ১৩ দলের বাছাইপর্বে। বাকি দুই দল কেনিয়া এবং নামিবিয়া।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বাছাইপর্বে স্বাগতিকরা ছাড়াও থাকছে- হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর এবং আমেরিকা অঞ্চল থেকে ২ দল (চলতি মাসের শেষদিকে এই অঞ্চলের বাছাইপর্ব শেষে জানা যাবে)।

নারীদের ক্রিকেটে, জিম্বাবুয়ের জায়গায় সুযোগ পাচ্ছে নামিবিয়া।

স্কটল্যান্ডে অনুষ্ঠেয় বাছাইপর্বে স্বাগতিক দল ও নামিবিয়া ছাড়াও থাকছে- বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২০ সালের বিশ্বকাপের মূল আসরে এই ৮ দলের মধ্যে সুযোগ পাবে ২ দল।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।